১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষক বদলি কার্যক্রম

মন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে প্রাথমিক শিক্ষক বদলী কার্যক্রম।করোনাভাইরাসের কারণে প্রায় তিন বছর বন্ধ ছিলো প্রাথমিক শিক্ষক বদলি কার্যক্রম।এবার এ বদলি কার্যক্রম হবে অনলাইনে। তাই আবেদনও অনলাইনে করতে হবে।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ তথ্য জানান।

সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম।এর আগে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক বদলি কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্মে সম্পন্ন করা হবে বলে ঘোষণা দিয়েছিল সরকার।

সে অনুযায়ী সফটওয়্যারে শিক্ষক বদলি কার্যক্রমের পাইলটিং কাজ শেষ হয়েছে। আগস্ট থেকে শিক্ষক বদলির আবেদন শুরু হওয়ার কথা ছিল। এক মাস পিছিয়ে তা সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram