ছেলের বিয়েতে রাজি না হওয়ায় বাবা খুন!

খুন

সীতাকুণ্ড উপজেলার হাসনাবাদ এলাকায় ছেলের বিয়েতে রাজি না হওয়ায় ছেলের ছুরিকাঘাতে মো. বেলাল হোসেন (৫৫) খুন হয়েছে।

আজ মঙ্গলবার (৬ সেপ্টম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের হাসনাবাদ এলাকার বাপ্পির কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন নোয়াখালীর সুধারাম থানার উত্তর ওয়াপদা পূর্ব সুরলিক্কা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। তারা ওই এলাকায় ভাড়া বাসায় থাকত বলে জানা গেছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে মো. হেলাল পালিয়ে গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বাবা বেলাল হোসেনের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করে ছেলে হেলাল উদ্দিন (১৮)। একপর্যায়ে উত্তেজিত হয়ে তিনি ঘরের ভেতর থেকে ধারালো অস্ত্র নিয়ে নিয়ে বাবার বুকে কোপ দেয়। পরে পরিবারের অন্যরা তাকে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে চমেকে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। চমেকে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে সীতাকুণ্ডের ফৌজদারহাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা যতদূর জেনেছি ছেলে বাবাকে চাপ দিচ্ছিল বিয়ে করার জন্য। বিয়ের কথা নিয়ে ছেলে ঘরের আসবাবপত্র ভাংচুর করছে। বাবা সেটার প্রতিবাদ করতে গিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে বাবাকে ছুরিকাঘাত করে খুন করে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram