হাটহাজারী থানার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নম্বর গেইট এলাকায় বেপরোয়া কারের ধাক্কায় চবির প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফতাব হোসাইনের (৪৫) মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত সাড়ে ১২ টার দিকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় কারটি ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী আফতাব হোসাইন ঘটনাস্থলে মারা যান।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুল ইসলাম দুর্ঘটনায় ড. আফতাব হোসাইনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাটহাজারী থানাধীন ১ নং গেইট মোড়ে এই দুর্ঘটনা ঘটে।পরে আহত শিক্ষককে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ কার ও চালককে আটক করেছে।
ড. আফতাব হোসাইনের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। তার স্ত্রী সাইয়েদা ইসমত আরাও চবির প্রাণীবিজ্ঞান বিভাগের শিক্ষক