পর্দা উঠলো ৬ষ্ট এমএন গ্রুপ সিসিএল জাতীয় স্নুকার টিম চ্যাম্পিয়নশীপের

পর্দা উঠলো ৬ষ্ট এমএন গ্রুপ সিসিএল জাতীয় স্নুকার টিম চ্যাম্পিয়নশীপের।চিটাগাং ক্লাব লিমিটেড এবং বাংলাদেশ বিলিয়ার্ড এন্ড কোর ফেডারেশন এর যৌথ ব্যবস্থাপনায় ও এম এন গ্রুপ (টাইটেল স্পন্সর) ও বাই হেয়ার নাউ (কো স্পন্সর) এর পৃষ্ঠপোষকতার চট্টগ্রামে ৬ এমএনএ সিসিএন জাতীয় স্নুকার টিম চ্যাম্পিয়নশীপ-২০২২।

১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে। এই উপলক্ষে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এখন অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন ঘোষণা করেন সিসিএল চেয়ারম্যান নাদের খান এবং টাইটেল স্পন্সর এম এন গ্রুপের চেয়ারম্যান মঈনুদ্দিন আহমেদ মিন্টুর সহধর্মীনী মিসেস রোকসানা মিন্টু।

এবারের টুর্নামেন্টে ২০ টি ক্লাবের ৭২ জন খেলোয়াড় অংশ নিচ্ছে। ক্লাবগুলোর মধ্যে রয়েছে রয়েছে চিটাগাং ক্লাব লিঃ, বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টার ঢাকা, বাংলাদেশ কিউ স্পোর্টস একাডেমি, আর এন্ড বি বিলিয়ার্ডস সেন্টার, ঢাকা ক্লাব লিঃ, ক্যালিফোর্নিয়া পুল এত ঢুকার, কিউ স্পোর্টস হান, চিটাগাং সিনিয়র্স ক্লাব, ঢাকা বোর্ট ক্লাব, কামেজিক ক্লাব, গুলশান ক্লাব লিঃ, নারায়ন ক্লাব লিঃ, ব্র্যাকারস পুল এন্ড কোর, অগ্নি বিলিয়ার্ডস, লিঃ, অল কমিউনিটি ক্লাব, নিকুমিল্লা ক্লাব লিঃ, দি হাউস অব বিলিয়ার্ডস এন্ড স্পোর্টস, কিউ এন্ড ইউ বিলিয়ার্ডস, কমানি ক্লাব লিঃ, স্পোর্টস এক্স বিলিয়ার্ডস, সিগনেট আইটি এন্ড বিলিয়ার্ড জোন, কুমিল্লা সিটি ক্লাব। টুর্নামেন্টর প্রাইজমানি হিসেবে বিট চ্যাম্পিয়নকে নগন ৭৫,০০০ টাকা, রানার আপকে ৫০,০০০ টাকা এবং স্থান ও ৪র্থ স্থান অধিকারীকে ও হাইয়েট ব্রেকারকে ১০,০০০ টাকা করে পুরস্কার প্রদান করা হবে।

আগামী ৮ই সেপ্টেম্বর ২০২২ এ চ্যাম্পিয়ানশীপের সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হবে বলে এই উপলক্ষে উদ্বোধন পূর্ববর্তী এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয় দুপুর ১২ টায় এই উপলক্ষে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, চিটাগাং ক্লাব নির্বাহী কমিটি মেম্বার ও প্রকার বিভাগের মেম্বার ইনচার্জ সৈয়দ আরশাদুল হক। উপস্থিত ছিলেন চিটাগাং ক্লাবের চেয়ারম্যান জনাব নাসের খান, ভাইস চেয়ারম্যান জরুিল ইসলাম চৌধুরী (আলমগীর) এবং জেনারেল কমিটির সদস্য যথাক্রমে জাবেদ হাসেম (মানু), ডাঃ ফাহিম হাসান রেজা, অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী, মোঃ আজি হাকিম, মাহাবুবুল কবির খান (শান্তনু), সালাউদ্দিন আহমেদ, মোঃ জাহিদ সুলতান (টিপু), এস এম শফিউল আজম স্নুকার সাব কমিটির কনভেনার মাহতাব উদ্দিন চৌধুরী হুমায়ুন এবং টুর্নামেন্ট ডাইরেক্টর নুর উদ্দিন আবেদ উপস্থিত ছিলেন। এতে আরো উপস্থিতি ছিলেন ওয়ালিউল আবেদীন শাকিল।

উল্লেখ্য, বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠান এমএন গ্রুপ ও বাই হেয়ার নাউ এর সার্বিকভাবে এই চ্যাম্পিয়নশীপের আর্থিক পৃষ্ঠপোষকতা করছেন।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram