দুদকের মামলায় আবারো কারাগারে ডা. সরফরাজ খান

সফরাজ খান

দুদকের মামলায় আবারো কারাগারে পাঠানো হলো চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরীকে।

রবিবার (২৮ আগস্ট) মহানগর স্পেশাল জজ বেগম জেবুন্নেছার আদালত এ আদেশ দেন।

এরআগে তিনি বাড়তি দামে যন্ত্রপাতি কিনে ৯ কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই মামলায় ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারিও তিনি কারাগারে যান।

২০১৯ সালের ২৫ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল হক বাদি হয়ে যন্ত্রপাতি কেনার নামে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২০১৪ সালে ৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার ৪২৫ টাকা আত্মসাতের অভিযোগ এনে ৭জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় অন্যান্য আসামিরা হলেন, ডা. আবদুর রব, ডা. মঈন উদ্দিন মজুমদার, ডা. বিজন কুমার নাথ, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী জাহেদ উদ্দিন সরকার, মুনশি ফারুক হোসেন ও আফতাব আহমদকে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram