লিবিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ২৩

লিবিয়া

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে মিলিশিয়ার দুই গ্রুপের সংঘর্ষে একদিনেই ২৩ জনের মৃত্যু হয়েছে।এসময় আহত হয়েছেন অন্তত ১৪০ জন।

শনিবার (২৭ আগস্ট) দেশটিতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমেডিয়ান মুস্তফা বারাত নিহত হন। এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে পরিস্থিতি শান্ত করতে লিবিয়ার সবকটি সশস্ত্র গ্রুপকে অস্ত্র বিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

২০১১ সালে নেটোর প্রত্যক্ষ মদদে দীর্ঘদিনের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের পর থেকে আফ্রিকার দেশটি ভয়াবহ অরাজকতার মধ্য দিয়ে যাচ্ছে। তবে তা সত্ত্বেও গত দুই বছর লিবিয়া তুলনামূলক শান্ত সময় পার করেছে।আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারে সশস্ত্র বাহিনী তাদের প্রতিপক্ষ পূর্বাঞ্চলীয় পার্লামেন্ট স্বীকৃত ফাথি বাশাঘার অনুগত মিলিশিয়াদের একটি বহরের হামলা প্রতিহতের চেষ্টা চালায়।

এসময় রাজধানীর ত্রিপিালীর একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরটির বিভিন্ন অংশ থেকে কালো ধোঁয়াও উপরে উঠতে দেখা গেছে।

লিবিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রিচার্ড নরল্যান্ড এক বিবৃতিতে বলেন, ওয়াশিংটন সহিংসতার ‌নিন্দা জানাচ্ছে। বিবাদমান পক্ষগুলোর অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানাচ্ছে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram