বাবার দানপত্রমূলে দেওয়া সম্পত্তি আত্মসাৎ করতে ছোট বোনকে নিখোঁজ বলে থানায় জিডি করলেন বড় বোন! এছাড়াও প্রতিনিয়ত ভয়ভীতি, হুমকি দিচ্ছেন বড় বোন।
আজ শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করলেন ছোট বোন কামরুন নাহার ভূঁইয়া (ইভা)।
লিখিত বক্তব্যে কামরুন নাহার ভূঁইয়া জানান, তার বাবা মরহুম ইয়াকুব আলী ভূঁইয়া একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। তারা দুই বোন। বাবা জীবিত থাকাবস্থায় দানপত্র দলিলে আগ্রাবাদ মৌজার বিএস ৯৭০৬ নম্বর দাগের শূন্য দশমিক ০৭৮৮ একর সম্পত্তি কামরুন নাহারকে দখল বুঝিয়ে দেন। পরবর্তীতে তার মায়ের মৃত্যুর পরে নামজারি খতিয়ান সৃজন করেন।
তিনি অভিযোগ করেন, তার বাবা ও মায়ের মৃত্যুর পর সেই সম্পত্তি আত্মসাৎ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন বড় বোন শামসুন নাহার,তার সাবেক স্বামী হাফিজুর রহমান ও তার বর্তমান স্বামী শামসুল আরেফিন।এমনকি বিভিন্নভাবে তাকে নির্যাতন ও জমি দখলের পাঁয়তারা করে আসছেন। নানা ভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তাদের ভয়ে ঢাকায় বসবাস করছেন। তাদের কারণে চীনে ডাক্তারি কোর্স পড়া ছেড়ে দিতে হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় জিডি করেছেন।
কামরুন নাহার ভুঁইয়া অভিযোগে বলেন, কিছুদিন আগে তারা সংবাদ সম্মেলন করেছেন। যা আমার দৃষ্টিগোচর হয়েছে। এটি ছিল মূলত আমার সম্পত্তি আত্মসাতের অপকৌশল। যা সম্পূর্ণ সাজানো ও মিথ্যা বানোয়াট।
এসবে বিভ্রান্ত না হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।এসময় আইনজীবী জসিম উদ্দিন আকন ও দীপক দত্ত।