চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীকে কোটি টাকার স্বর্ণসহ আটক করেছে শুল্ক গোয়েন্দারা।
আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে শুল্ক গোয়েন্দা শাহ্ আমানত বিমানবন্দর সার্কেল ১ কেজি স্বর্ণ, মদ এবং সিগারেটসহ তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, দুবাই থেকে বিমান বাংলাদেশের ফ্লাইটে আসা মিজানুর রহমান নামে এক যাত্রীকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে স্বর্ণবার ৬টি, চুরি ১২টি, লকেট ১২টি, আইফোন ১৯টি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বাড়ি লোহাগাড়ার চুনতি এলাকায় বলে জানা গেছে।