রোটারী ক্লাব অব এনসিয়েন্ট চিটাগংয়ের বার্ষিক মিটিং সম্পন্ন

রোটারী ক্লাব অব এনসিয়েন্ট চিটাগংয়ের ২০২৫-২৬ রোটাবর্ষের প্রথম রেগুলার মিটিং সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টায় নগরীর আগ্রাবাদস্থ দি ভিলেজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান এম এ মতিন।

মিটিংয়ে উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির ডিসি ড. শরিফ আশরাফুজ্জামান, মিসেস ফরিদা ইয়াসমিন, রোটারী ইন্টারন্যাশনাল জেলা-৬৫ এর অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কোঅর্ডিনেটর এসএসএমকে আজিম পিন্টু, স্পেশাল এইড এমদাদুল আজিজ চৌধুরী, ডেপুটি কোঅর্ডিনেটর ইব্রাহিম হাসান ও নজরুল ইসলাম নান্টু এবং জোন-৫ কোঅর্ডিনেটর সাইফুদ্দিন আহমেদ।

এছাড়া সভায় অংশ নেন পিপি অনিল কান্তি দাস, পিপি মো. মহিউদ্দিন, পিপি জয়দেব দাস, পিপি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, রোটারী ক্লাব অব ডাউনটাউন চট্টগ্রামের প্রেসিডেন্ট মো. জাহিদুল হাসান, হেরিটেজ ক্লাবের কাজী হাসানুজ্জামান, নর্থ ক্লাবের মো. জসিম উদ্দীন আহমেদ এবং রিভারাইন হালদা ক্লাবের মো. তোহিদুল ইসলাম।
রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগংয়ের ট্রেজারার ইকরাম পাশাও সভায় উপস্থিত ছিলেন।

এছাড়া এনসিয়েন্ট চিটাগং ক্লাবের চার্টার প্রেসিডেন্ট (সিপি) মো. আনোয়ারুল কবির, আইপিপি রোটারিয়ান মো. দেলোয়ার হোসেন, প্রেসিডেন্ট-ইলেক্ট ও সম্পাদক রোটারিয়ান মো. শাহাদাৎ হোসেন, মেম্বারশিপ অ্যাডমিনিস্ট্রেশন চেয়ার রোটারিয়ান মো. ফোরকান উদ্দিন, ক্লাব সার্ভিস ও পাবলিক ইমেজ চেয়ার রোটারিয়ান প্রসান্ত কুমার দাস, আন্তর্জাতিক ও সার্ভিস প্রজেক্ট চেয়ার রোটারিয়ান এম এ রহিমসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় দুজন কৃতি ছাত্র—মুনতাছির ইমতিয়াজ সাইমন ও শাফায়াত আলম রাহাতকে সংবর্ধনা প্রদান করা হয়।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram