চট্টগ্রামে সরকারি অনুমোদনহীন হারবাল যৌন উত্তেজক ওষুধ বিক্রির অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকালে নগরীর বায়েজিদ বোস্তামি থানার ড্রাম গেইট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চকরিয়া থানার ডুলহাজারা এলাকার মৃত হোসেন আহমদের ছেলে মো. আবদুর রহমান প্রকাশ আবদুল হালিম ও চন্দনাইশ থানার দুবাছুরি এলাকার মৃত নবী হোসেনের ছেলে মো. রবিউল ইসলাম রুবেল।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি অনুমোদন বিহীন হারবাল ওষুধ বিক্রি করতে নেওয়ার সময় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন ওষুধের মালিক আরেকজন হলো রিকশা চালক। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।