ফটিকছড়িতে ছেলের দুর্ঘটনার খবরে মায়ের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে ছেলের সড়ক দুর্ঘটনার খবর শুনে পথেই মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে উপজেলার পশ্চিম ভুজপুর এলাকায়।

দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন হাসিনা খাতুন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শুক্রবার রাতে তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। সিএনজি অটোরিকশায় তাকে তোলা হয় অন্য নারী সদস্যদের সঙ্গে। ছেলে ওবায়দুল্লাহ ও প্রতিবেশী মাসুদ রানা মোটরসাইকেলযোগে পেছন পেছন রওনা দেন।

কিন্তু পথেই ঘটে দুর্ঘটনা। আনোয়ার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় তাদের মোটরসাইকেলটি। এতে ওবায়দুল্লাহ ও মাসুদ রানা গুরুতর আহত হন।

ছেলের দুর্ঘটনার খবর শুনেই মায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত হাটহাজারীর সরকারহাট এলাকার একটি ক্লিনিকে নেওয়া হলে পথে মারা যান হাসিনা খাতুন। তিনি পশ্চিম ভুজপুর ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা জালালের বাড়ির মরহুম আহমদ ছাফার স্ত্রী।

২৪ ঘণ্টায় ফটিকছড়িতে আরও তিন দুর্ঘটনায় আহত ১২

গত ২৪ ঘণ্টায় ফটিকছড়ি উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।

পাইন্দং ইউনিয়নের বৃন্দাবনহাট এলাকায় ফুটবল খেলতে যাওয়ার পথে বৃষ্টিভেজা সড়কে একটি পিকআপ উল্টে যায়। এতে অন্তত ৮ জন আহত হন। তাদের মধ্যে শাহীন ও আফফানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

উত্তর ফটিকছড়ির হেঁয়াকো রাবার বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তারা সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি পুলিশ জব্দ করেছে এবং ঘটনার তদন্ত চলছে। এখনও কোনো মামলা হয়নি।

 

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram