চট্টগ্রামে এসএসসি পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার কমেছে, তবে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। এবার পাস করেছে ৭২ দশমিক ০৭ শতাংশ শিক্ষার্থী, যা গত বছর ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ। তবে এ বছর ১১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা গত বছরের তুলনায় এক হাজার বেশি (২০২৩ সালে ছিল ১০ হাজার ৮২৩ জন)।

শিক্ষাবোর্ড সূত্র জানায়, এবার মোট ১ লাখ ৪০ হাজার ৯২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ১ লাখ ১ হাজার ১৮১ জন।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাসের হার ৯২ দশমিক ৫৭ শতাংশ, ব্যবসায় শিক্ষায় ৭৩ দশমিক ৫৪ শতাংশ এবং মানবিকে ৫৫ দশমিক ০২ শতাংশ।

জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে বিজ্ঞান বিভাগে রয়েছে ১০ হাজার ৪৫৮ জন, ব্যবসায় শিক্ষায় ১ হাজার ২৪৭ জন এবং মানবিক বিভাগে ১৩৮ জন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ পারভেজ সাজ্জাদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।

চট্টগ্রাম বোর্ডের আওতায় চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram