চট্টগ্রামের আকবর শাহ থানার বিজয়নগর এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. রায়হান (৩২) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
রোববার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার কিশোরীকে চিকিৎসা ও শারীরিক পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টফ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, রায়হানের বিরুদ্ধে আগেও এক নারীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। সে ঘটনায় গ্রেপ্তার হয়ে সাড়ে চার মাস কারাভোগের পর আবার এলাকায় ফিরে আসেন। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের নেত্রকোনায়। এখানে এক আত্মীয়ের বাসায় থাকেন রায়হান।
কিশোরীর বাবা জানান, মেয়েকে গলায় ছুরি ধরে বাসার পাশের একটি পাহাড়ে নিয়ে যান রায়হান, সেখানে ধর্ষণ করেন। খবর পেয়ে স্থানীয় লোকজন তাঁর মেয়েকে উদ্ধার করেন। এসময় রায়হানকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
বিষয়টি নিশ্চিত করে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রায়হানকে আটক করেছে। ভিকটিমকে পরিক্ষা নিরীক্ষার জন্য মেডিকেল পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।