কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রধান উপদেষ্টা

চট্টগ্রামের বহুল প্রতীক্ষিত কালুরঘাট রেলসহ সড়ক সেতু নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কর্ণফুলী নদীর ওপর নির্মিতব্য এ সেতুটি বাস্তবায়নের মধ্য দিয়ে দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।

বুধবার (১৪ মে) বেলা ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এ প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন। এর আগে চট্টগ্রাম বন্দরে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ শেষে সড়কপথে সার্কিট হাউসে পৌঁছান তিনি। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম চট্টগ্রাম সফর।

উদ্বোধনকালে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “কালুরঘাট সেতুর সঙ্গে আমার বহু স্মৃতি জড়িয়ে আছে। এ সেতুর ঐতিহাসিক গুরুত্ব অনেক। বোয়ালখালীর অনেক মানুষ আজ এখানে উপস্থিত, তাদের জন্য এটি এক বিরাট প্রাপ্তি। নতুন সেতুটি নির্মিত হলে চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।”

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘দক্ষিণ চট্টগ্রামের মানুষের বহুদিনের দাবি ছিল কর্ণফুলী নদীর ওপর একটি নতুন সেতু নির্মাণের। আজ সেই কাজের আনুষ্ঠানিক সূচনা হলো। ১৯৩১ সালে নির্মিত বর্তমান সেতুটি অনেক আগেই ব্যবহারের উপযোগিতা হারিয়েছে। যদি এর আয়ুষ্কাল ৮০ বছর ধরি, তবে ২০১১ সালেই সেটি শেষ হয়েছে। নতুন সেতুর নির্মাণ শুরু হওয়ায় বোয়ালখালীসহ দক্ষিণ চট্টগ্রামের মানুষ আজ আনন্দিত।’

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram