রাউজানে আট বছর আগে ঘটে যাওয়া এক প্রবাসী হত্যার রহস্য অবশেষে উদ্ঘাটন করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) চট্টগ্রাম। পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামী নাজিম উদ্দিনকে হত্যা করেছিলেন তার স্ত্রী নাছিমা আক্তার। দীর্ঘ তদন্ত শেষে তথ্য প্রযুক্তির সহায়তায় মূল ঘাতক স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।
রোববার (৪ মে) চট্টগ্রামের রাউজান ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাছিমা আক্তার (৪২), জসিম উদ্দিন (৫২) ও আবুল কালামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে নাছিমা রাউজানের দক্ষিণ সর্ত্তার মনু বলির বাড়ির বাসিন্দা ও নিহত নাজিম উদ্দিনের স্ত্রী। অপর দু’জন সহায়তাকারী হিসেবে হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে জানিয়েছে সিআইডি।
সিআইডি সূত্রে জানা যায়, ২০১৭ সালে স্বামী নাজিম উদ্দিন দেশে ফিরে আসলে পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করে স্ত্রী নাছিমা। পরে লাশ বস্তাবন্দি করে পাশের এক ইউপি সদস্যের পুকুরে ফেলে দেওয়া হয়। ঘটনার পর থেকেই স্ত্রী নাছিমা দুই মেয়েকে নিয়ে আত্মগোপনে চলে যান এবং আশপাশের সবাইকে জানান যে, তার স্বামী বিদেশে চলে গেছেন। নিখোঁজ হওয়ার ঘটনায় নাজিম উদ্দিনের ভাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তিন মাস পর পুকুর থেকে একটি অজ্ঞাত পচা গলা লাশ উদ্ধার করে পুলিশ। লাশ শনাক্ত করা না যাওয়ায় পুলিশ নিজে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। এরপর দীর্ঘদিন মামলাটি ক্লুলেস অবস্থায় ছিল।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন রাসেল জানান, ‘এই ক্লুলেস মামলার তদন্তে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের শনাক্ত করি। দীর্ঘ অনুসন্ধান শেষে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে।’পরে বিজ্ঞ আদালতে দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।