বিক্রি করতে নেওয়ার সময় অস্ত্রসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২ মে) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় স্থাপন করা চেকপোস্টে অভিযান চালানো হয়। তল্লাশিকালে নোয়াখালীগামী একটি মাইক্রোবাস থেকে ৬টি শ্যুটারগান, একটি দেশীয় রাইফেল ও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। একইসঙ্গে মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—বরিশালের বিমানবন্দর থানার ইছাকাঠি ইউনিয়নের কাঞ্চন ঢালির ছেলে মো. মনির হোসেন (৪৫) এবং নোয়াখালীর চাটখিল থানার রামনারায়ণ ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে মো. মনির হোসেন।

এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, কক্সবাজারের মহেশখালী থেকে চট্টগ্রাম হয়ে নোয়াখালীতে অস্ত্র পাচারের গোপন তথ্য পেয়ে জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া চেকপোস্টে মাইক্রোবাসটি থামিয়ে তল্লাশি চালানো হয় এবং অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, এসব অস্ত্র নোয়াখালীতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram