চসিক মেয়রের সাথে স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন নবগঠিত নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এ শুভেচ্ছা বিনিময় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, গোলাম সরোয়ার, আব্দুল হালিম গুড্ডু, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাজ্জাদ হোসেন, আব্দুল মান্নান, দিদার হোসেন, মোঃ হাসান, মফিজ উদ্দিন সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম দিপু, রবিউল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক কামরুল হাসান, অর্থনীতি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, সমবায় বিষয়ক সম্পাদক জাফর হোসেন রনি, সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য খাজা স্বপন, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এন মোঃ রিমন, আকবরশাহ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদ, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফি, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ দুলাল, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ সুমন, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল্লাহ আল হাসান সোনামানিক, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মিজান, হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর কাসেম, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সহ প্রমুখ।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি বেলায়েত হোসেন বুলুকে আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram