বাঁশখালীতে সালিশি বৈঠকে ডেকে যুবক খুন, গ্রেফতার ৮

বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. শাহাবুদ্দিন নামে এক যুবককে খুনের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মোহাম্মদ হাসান (২৭), নুর হোসেন (৫৩), নয়ন (২৩), রাজিয়া বেগম (৪০), বাহাদুর আলম (৩৫), মো. মানিক হাসান (৩৪), মো. রাকিব (১৭) ও সাইদুল ইসলাম সিহান (১৬)। তাদের বাড়ি বাঁশখালী উপজেলার কাথারিয়া গ্রামে।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু হালদার বলেন, এ ঘটনায় অভিযান চালিয়ে জড়িত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে বুধবার সকালে ভাইদের নিয়ে জমি থেকে মাটি কাটতে নামেন শাহাবুদ্দিন। এ সময় তার চাচাতো ভাইরা বাধা দেন। বাধা দেওয়ার পর বিষয়টি নিয়ে সালিশি বৈঠক ডাকেন সাবেক চে একপর্যায়ে মাছ শিকারের টেটা মেরে শাহাবুদ্দিনকে আঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহত শাহাবুদ্দিনের বাবা ইয়াকুব বাদী হয়ে বাঁশখালী থাকায় হত্যা মামলা দায়ের করেন৷ পরে আজ সকালে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

Share on whatsapp
WhatsApp
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on email
Email
Share on telegram
Telegram